সাথী দাস, পুরুলিয়া, ৩ এপ্রিল: সাঁওতালডি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। ওই থানার বেলকুড়া গ্রামে একটি খড়ের গাদায় প্রথমে আগুন লাগে। দ্রুত ভয়ংকর ভাবে সেই আগুন ছড়িয়ে পড়ে কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আপৎকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নামে সাওতালডিহি অগ্নি নির্বাপন দফতর। ছুটে যান সাওতালডিহি ফাঁড়ির পুলিশ।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা অসিত মুখার্জির দুটি খড়ের গাদায় আগুন ধরে ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে। আগুনে ওই ট্রাক্টরের দুটি চাকা পুড়ে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। খড়ের গাদায় কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

