সাথী দাস, পুরুলিয়া, ২৫ নভেম্বর:
জামা দিয়ে গলায় ফাঁস লাগানো গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল রঘুনাথপুরে। মৃতের নাম গুণধর বাউরি (৩৭)। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার মৌতড়ডি গ্রামে।
আজ রঘুনাথপুর শহর লাগোয়া একটি জোড়ে (ছোট নদী)র সামনে জাম গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে রঘুনাথপুর থানার পুলিশ। স্থানীয়রা ওই অবস্থায় ঝুলতে দেখে রঘুনাথপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেরেই যুবকটি তাঁর জামা দড়ির মত পাক দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে, পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ পরিস্কার হবে।