আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ জুন: এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ালো হালিশহরের বলদেঘাটায়। বৃহস্পতিবার মৃতের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে হালিশহর থানার পুলিশ। ঘটনায় মৃতার প্রেমিককে আটক করেছে পুলিশ।
মৃত মহিলা সোমা কুরু(৩৪)। তিনি তার ফ্ল্যাটে তার এক ছেলে ও মেয়ে সন্তান নিয়ে থাকতেন। তার স্বামী সুন্দর কুরু পেশায় একজন রেলওয়ে কর্মী।তিনি কাজের সূত্রে মধ্যপ্রদেশে থাকেন। সূত্রের খবর অনুযায়ী, মৃতার ফ্ল্যাটে তার প্রেমিক রাজিব ভট্টাচার্য মাঝে মাঝেই আসতো এবং থাকতো। মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগ, মেয়ের সাথে রাজীব ভট্টাচার্যের একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং এই রাজীব তাদের মেয়েকে নেশা করে মারধর করতো। সেই সঙ্গে সন্দেহ করতো। আর সেই কারণে তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে।
এদিন মৃতের মা অভিযোগ করে বলেন, “আমার মেয়ের সাথে রাজীবের একটা সম্পর্ক ছিল ও কাল এসেছিল রাতে ছিল মেয়ের ফ্ল্যাটে। আর সকালে আমার নাতনি উঠে ওদের মা’কে ঝুলন্ত অবস্থায় দেখে। আমাদের সন্দেহ ওই রাজীব আমার মেয়েকে মারতে মারতে মেরে ফেলেছে আর তারপর ঝুলিয়ে দিয়েছে। ওর শাস্তি চাই।”
হালিশহর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে নেমে অভিযুক্ত রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে হালিশহর থানার পুলিশ।