আমাদের ভারত, বারুইপুর, ৩ সেপ্টেম্বর: এক নির্মাণ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চক্রবর্তী পাড়ায়। মৃতের নাম সেলিম শেখ(৩৪)। বারুইপুরের একটি নির্মীয়মাণ আবাসনের পাঁচ তলা থেকে বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
জানাগেছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা এই যুবক মাস দুয়েক আগে বারুইপুর এলাকায় কাজে আসেন। বুধবার রাতেও সকলের সাথে কথা বলছেন তিনি। কিন্তু আজ সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। কিভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

