অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর: গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকালে কলেজের শিক্ষক শিক্ষিকা এনসিসি ইউনিট, এনএসএস ইউনিট ও সমস্ত বিভাগের ছাত্র ছাত্রীরাদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল কলেজে কর্তৃপক্ষ। এদিন কলেজ গেট থেকে শোভাযাত্রা শুরু করে হাতিবাড়ি মোড় পর্যন্ত পদযাত্রা করে ফের কলেজের সামনে এসে শেষ হয়।

সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের এই শোভাযাত্রায় এদিন কলেজের পড়ুয়া শিক্ষকের পাশাপাশি এলাকার বিশিষ্ট জনেরা অংশ নেন। এরপর কলেজে এসে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন করেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধপক ডঃ সিরাজ দত্ত।এরপর ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের কথা ভেবে কলেজে জিম সেন্টারের উদ্বোধন করলেন অধ্যক্ষ ডক্টর সিরাজ দত্ত এবং পরিচালন কমিটির সদস্য টিংকু পাল।
কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য এবং শারিরীক কসরতের জন্য রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের আর্থিক অনুদানে এই জিম সেন্টার তৈরি হয়। যা ৩৫ তম প্রতিষ্ঠা দিবসের দিনে উদ্বোধন হল।এর পরে কলেজের সেমিনার হলে কলেজের ছাত্র ছাত্রীরা একটি ছোটো অনুষ্ঠানে অংশ নেন ও পরে সমস্ত শিক্ষকরা কলেজের স্মৃতি তুলে ধরেন।এই ভাবেই দিনটি উদযাপন করা হয়।

