কোভিড সচেতনতার শারদ সম্মান পেল গুড়মা-ভামাল-একুড় পূজা কমিটি

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ অক্টোবর:
কোভিড স্বাস্থ‍্যবিধি পালনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেরা পূজা কমিটিকে শারদ সম্মান দিল “মাধুকরী-সাংস্কৃতিক মেলবন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা” সাংস্কৃতিক মঞ্চ। এবছরের় পূজায় আদালতের নির্দেশ ও রাজ‍্য সরকরের সতর্কবাণী ছিল প্রত‍্যেক পূজা কমিটিকে কোভিভ বিধি মানতে হবে এবং এই বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

এই সচেতনতার উপর ভিত্তি করে বেলিয়াবেড়া থানার মাধুকরী সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হল। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত ১৪টি পুজো কমিটিই এবার পূজার আয়োজনে যথাসাধ্য কোভিড বিধি মেনে সসম্মানে উত্তীর্ণ হয়েছে। আর এদের মধ্যে মন্ডপে ব‍্যবস্থা গ্রহণ ও সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে একধাপ এগিয়ে ছিল বেলিয়াবেড়া থানার গুড়মা-ভামাল-একুড় সর্বজনীন দুর্গোৎসব সমিতি।

বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ ও মাধুকরী সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা গুড়মা-ভামাল-একুড় সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যদের হাতে একটি ট্রফি তুলে দেন। সেরা করোনা সচেতনতার পুজো মন্ডপ হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে ওসি সৌরভ ঘোষ জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *