রাজেন রায়, কলকাতা, ৪ ফেব্রুয়ারি: করোনার কারণে চলতি বছর জানুয়ারি মাসে হয়নি কলকাতা বইমেলা। কিন্তু করোনার প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। সেই কারণে এবার চলতি বছরে কবে কলকাতা বইমেলা হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বৃহস্পতিবার জারি করা এক বিশেষ বিবৃতিতে গিল্ডের তরফে জানানো হয়েছে, এবছরেও সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে। রাজ্যের নির্বাচন, আইসিএসসি, সিবিএসই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই জুলাই মাসে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গিল্ড।
গত বছরের শেষের দিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে একরকম ধরেই নেওয়া হয়েছিল, এ বছরে হয়তো বইমেলা আয়োজন করা যাবে না। চলতি বছরের শুরু থেকেই সংক্রমণের প্রকোপ একটু কমলে, ধীরে ধীরে নানা প্রতিষ্ঠান খোলা শুরু হলে, ফের শুরু হয় গুঞ্জন। এনিয়ে কলকাতার বইপাড়ার ক্ষোভও ছিল। এমনিতেই করোনাকালে বড় ক্ষতি হয়েছে বই ব্যবসার। তার উপর আমফান ঝড়ে নষ্ট হয়ে গেছে বহু বই। এই অবস্থায় বই ব্যবসায় হাল ফেরাতে বইমেলার দিকেই চোখ ছিল প্রকাশক, লেখক ও ব্যবসায়ীদের।
কিন্তু কোভিডের চোখরাঙানি এইসব মানেনি। শেষমেশ সুখবর এল। এদিন বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পরিস্থিতি যেহেতু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, তাই মেলা পিছিয়ে গেলেও হচ্ছে। সল্টলেক করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে মেলা হবে জুলাই মাসে। ততদিনে ভোট, বোর্ডের পরীক্ষার মতো বিষয়গুলি মিটে যাবে রাজ্যে। গিল্ড আশা করেছে, আন্তর্জাতিক উড়ানও চালু হয়ে যেতে পারে, যাতে দেশ বিদেশের বইপ্রেমীরা ভিড় জমাতে পারেন এই মেলায়।