জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে বিহেপি কর্মী এক মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ডেবরা থানায় অভিযোগ দায়ের করতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল কর্মী পারভিন বিবি।
গতকাল, অর্থাৎ বুধবার ওই এলাকায় গিয়েছিলেন মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। পারভিন বিবি তাঁর অভিযোগ কমিশনকে জানিয়েছেন। ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের সত্যপুর গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী পারভিন বিবি গত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তার ওপর তৃণমূল যুব নেতৃত্ব অত্যাচার শুরু করে বলে পারভিন বিবির অভিযোগ। পরপর অত্যাচার করা এবং হুমকি দেওয়ার ফলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। সেই খবর জানার পর রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ তার বাড়িতে যান এবং সমস্ত অভিযোগ শোনেন।
ভারতী ঘোষ জানিয়েছেন, তিনি সমস্ত অভিযোগ শুনেছেন। এর পরেও যদি ওই বিজেপি কর্মীর উপর কোনও রকম আক্রমণ হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারতীয় জনতা পার্টি।

