ভগবান রামের মাহাত্ম্য প্রচার! রামনবমী থেকে হনুমান জয়ন্তী অবধি বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ২০০০ শোভা যাত্রার আয়োজন বাংলাজুড়ে

আমাদের ভারত, ২৯ মার্চ: রামনবমী উপলক্ষে ৩৯ মার্চ থেকে ৬ এপ্রিল হনুমান জয়ন্তী পর্যন্ত রামমহোৎসবের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। উত্তরবঙ্গে ৫০০টি ও দক্ষিণবঙ্গে ১৫০০টি জায়গায় এই কর্মসূচির মাধ্যমে রামের মাহাত্ম্য প্রচার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এই দুই হাজার জায়গা থেকেই মিছিল বের হবে। এক সপ্তাহ কর্মসূচি ঘোষণা করলে বিশ্বহিন্দু পরিষদ রাম নবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী পর্যন্ত রাজ্যের রাম মহোৎসবের আয়োজন করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই শাখা সংগঠন। সঙ্গে
রাজ্যজুড়ে প্রায় ২০০০ জায়গায় রামনবমীর অনুষ্ঠানও পালন করতে চলেছে তারা। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ বঙ্গের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় জানান, “এ বছর পরিষদের প্রতিষ্ঠার ৬০ তম বর্ষ, তাছাড়া এবছরই অযোধ্যায় রাম মন্দিরের রাম লালা নিজের আসনে বসবেন, তাকে ঘিরে গোটা দেশে রাম ভক্তদের আবেগ। তাই আমরা এবার রাম নবমীতে রাম ও রাম রাজত্বের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি, তিনি আরো বলেন, সেই কাজ করতে ৩০শে মার্চ থেকে ৬ এপ্রিল হনুমান জয়ন্তী পর্যন্ত আমরা রাম মহোৎসবের আয়োজন করেছি। উত্তরবঙ্গের প্রায় ৫০০টি জায়গায় ও দক্ষিণবঙ্গের ১৫০০টি জায়গায় কর্মসূচির অধীনে রামের মাহাত্ম্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় সহ-সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, “রাজ্যের প্রতিটি কোনায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা বিশেষভাবে, এবার জন্মাষ্টমীও পালন করবে। পুজো, শ্রীকৃষ্ণের উপর সেমিনার, শ্রীকৃষ্ণের গান সবই এই শোভাযাত্রায় পালিত হবে। শোভাযাত্রা করার জন্য কলকাতা পুলিশের থেকে অনুমতিতে আবেদন করা হবে বাংলায় হিন্দুরা এবার প্রমাণ করে দেবে তাদের উপর আঘাত হানার চেষ্টা করা হলে হিন্দুরা রাস্তায় নামবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *