নীল বনিক, আমাদের ভারত, ১০ ডিসেম্বর: বিধানসভার পাশাপাশি দিল্লিতেও রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। এসসি, এসটি বিলে রাজ্যপাল সাক্ষর করছেন না, এই অভিযোগে দিল্লিতে বিক্ষোভ তৃণমূল সাংসদের। আজ সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, রাজ্যপাল রাজনীতি করার জন্য এসসি, এসটি বিল আটকে রেখেছেন। যা কখনই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের উচিত হয়নি। তিনি বলেন, অবিলম্বে রাজ্যপালকে এই বিলে সাক্ষর করতে হবে। নাহলে রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল দিল্লিতে বৃহৎ অান্দোলনে নামবে বলে হুঙ্কার দেন তৃণমূল সাংসদরা। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে প্রথমে রাজ্যে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। তারপর দিল্লিতেও রাজ্যসভা ও লোকসভার সাংসদরা বিক্ষোভ দেখান।