পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী

আমাদের ভারত, বর্ধমান, ২৩ আগস্ট: পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ২৪ ঘন্টার মধ্যে কেউ মারা যায়নি।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত ৩৯০৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৮৩৬৮ জন সুস্থ হয়ে গেছেন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত আছেন ২০২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬২ জনের।

স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় পূর্বস্থলী ১ ব্লকে একজন, কালনা ২ ব্লকে ১ জন, মেমারি ২ ব্লকে ৩ জন, বর্ধমান পুরসভা এলাকায় একজন, কাটোয়া পুরসভা এলাকায় ২ জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, জেলায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ, মৃত্যুর হার ১.১৮ শতাংশ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেভাবে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল তা নিয়ে চিন্তায় পড়েছিল জেলা প্রশাসন। কিন্তু সরকারি ভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সেই সংখ্যা এখন অনেক কমে গেছে। এখন তাদের লক্ষ্য জেলাকে করোনা মুক্ত করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *