রাজেন রায়, কলকাতা, ১০ ডিসেম্বর: রাজ্যপালের তলবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। বৈঠক শেষ হওয়ার পরে টুইট করে জানান, রাজ্যে আইন-শৃঙ্খলার প্রশ্নে তার জিজ্ঞাসার কোনও সদুত্তর দিতে পারেননি মুখ্য সচিব এবং ডিজি। আর সব মিলিয়ে রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছে বলে দাবি রাজ্যপালের।
উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে এবং রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৈঠক শেষ হতেই রাজ্যপাল টুইট করে জানান, মুখ্যসচিব ও ডিজি-র অবস্থান থেকেই আসলে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে। তাকে এমনিতে সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে কিছুই জানানো হয় না। একই সঙ্গে উত্তরকন্যা অভিযান এবং বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে তিনি যা যা প্রশ্ন করেছেন তার কোনও সদুত্তর দিতে পারেননি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্র। আমি রাজ্য প্রশাসন এবং পশ্চিমবঙ্গ পুলিশকে রাজভবন থেকে শুক্রবার দুপুর বারোটা নাগাদ সংবাদমাধ্যমের সামনে সমস্ত বিষয়টি পরিষ্কার ভাবে জানানোর দাবি করছি।’ একইসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মতলার জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আক্রমণের ব্যঙ্গাত্মক ভঙ্গিমা নিয়েও রাজ্যের সংস্কৃতিবান মানুষের কাছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন রাজ্যপাল।