রাজেন রায়, কলকাতা, ৮ ডিসেম্বর: শাসকদলের অনেকেরই দাবি, রাজ্যপাল বিজেপির মুখপাত্রের মত কাজ করে এবং তাকে কিছু জানালে তাতে আখেরে লাভ হয় বিজেপির। সোমবারই বিজেপির উত্তরকন্যা অভিযানে গুলি লেগে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু রাজ্যপালের দাবি, সরকারিভাবে তাকে এসব কিছুই জানানো হয়নি। এই অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে টুইটের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।
আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সমস্ত রিপোর্ট-সহ রাজভবনে তাঁদের তলব করেছেন রাজ্যপাল। সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের মাঝে পড়ে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্য পুলিশ গুলি চালিয়ে তাঁকে হত্যা করেছে। এ নিয়ে নালিশ জানাতে সোমবারই সন্ধ্যেবেলা রাজভবনে ধনকরের দ্বারস্থ হন বিজেপি প্রতিনিধিরা। বিজেপির আবেদনে সাড়া দিয়ে জলপাইগুড়ি আদালত উলেন রায়ের দেহ ফের ময়ানাতদন্তের নির্দেশ দেয়।
এরমধ্যে মঙ্গলবার সন্ধ্যেবেলা রাজ্যপালের টুইট ফের যেন বিতর্কের ইন্ধন দিল। তাঁর অভিযোগ, রাজ্যজুড়ে কী চলছে, তা তাঁকে জানানো হচ্ছে না। বারবার রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং প্রশাসনের তরফে মুখ্যসচিবের কাছে তিনি সব জানতে চাইলেও তাঁরা উপেক্ষাই করছেন। সংবিধানের ১৫৯ নং ধারার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সাংবিধানিক প্রধান হিসেবে তিনি সব বিষয়ে অবগত না থাকায় রাজ্যবাসীর দেখভাল করতে পারছেন না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করতে পারছেন না। তাই ফের চিঠি পাঠিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রিপোর্ট-সহ রাজভবনে ডেকে পাঠিয়েছেন।