আমাদের ভারত, ১২ জুন: নবী বিতর্ক নিয়ে হাওড়ায় চলতে থাকা সাম্প্রতিক অশান্তির মাঝে ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির একটি কপি তিনি রাজ্যপাল জাগদীপ ধনকরকেও পাঠিয়েছেন।রাজ্যপাল টুইট করে মুখ্যসচিবকে এই চিঠির জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
হাওড়ায় যাতে শুভেন্দু না পৌঁছাতে পারেন তার জন্য প্রবল বাধা দিয়েছে পুলিশ। প্রথমে তার বাড়ি পুলিশ ঘেরাও করে রাখে। তারপর বাড়ি থেকে তিনি বেরোনোর পর তমলুকের রাধারানী মোড়ে তার গাড়ি আটকে দেওয়া হয়। শেষ পর্যন্ত হাওড়া যেতে পারেননি বিরোধী দলনেতা। তিনি গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্না মঞ্চে গিয়ে পৌঁছান। চিঠি লেখেন মুখ্য সচিবকে।
মুখ্য সচিবকে পাঠানো শুভেন্দুর চিঠি আবার মুখ্যসচিবের উদ্দেশ্যে টুইট করে রাজ্যপাল প্রশ্ন তোলেন রাজ্যে কেন এমন অঘোষিত জরুরি অবস্থা? মুখ্য সচিব যেনো বিরোধী দলনেতার পাঠানো চিঠি অনুযায়ী পদক্ষেপ করেন দ্রুত। চিঠির জবাব দিতে রাজ্যপাল সময় বেঁধে দেন।
https://twitter.com/jdhankhar1/status/1535919104204615681?t=mSDSNKSdgmmsXpLEBLNzVQ&s=08
এদিকে গতকাল শনিবার দ্বিতীয় হুগলি সেতুতে বাধার মুখে পড়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। এরপরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি রবিবার হাওড়া যাবেন। তারপর থেকেই কাঁথি থানা তৎপরতা শুরু করে। তিনি যাতে হাওড়ায় না যান তার জন্য চিঠিও দেওয়া হয় তাকে। এমনকি রাতেই ঘিরে ফেলা হয় তার বাড়ি। এরপর সেখান থেকে বেরিয়ে তমলুকে রাধারানী মোড়ে তার গাড়ি আটকে দিলে পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। শেষ পর্যন্ত তিনি কলকাতায় আসেন। সেখানে গোটা ঘটনার কথা জানিয়ে মুখ্যসচিবকে চিঠি লেখেন।