নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল

আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: পুর নির্বাচনে হিংসাত্মক ঘটনাবলীর জন্য রাজ্যের নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রবিবার বিকেলে টুইটারে রাজভবন থেকে এ খবর জানিয়ে বলা হয়, নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকাল ১০ টার আগে রাজ্যপাল জগদীপ ধনকরকে পুরো ঘটনা সবিস্তারে জানাতে বলা হয়েছে। সংযুক্ত নোটে লেখা হয়েছে, পুরসভা নির্বাচনে হিংসা ও আইনশৃঙ্খলার অবনতিজনিত আতঙ্কের ও বিপজ্জনক ঘটনাবলীর যে খবর পাওয়া গিয়েছে, প্রশাসনের পক্ষপাত এবং রাজ্য নির্বাচন কমিশনের পদ্ধতিগত ব্যর্থতা নিয়ে রাজ্যপাল জানতে চান।

প্রসঙ্গত, রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হাঙ্গমা হয়েছে। প্রহৃত হয়েছেন কর্মরত সাংবাদিকরাও। গেরুয়া শিবিরের দাবি, শাসক তৃণমূল সোমবার গায়ের জোরে ভোট করিয়েছে। বহু জায়গায় ভোট লুঠ হয়েছে। বিজেপির অভিযোগ, পুলিশ কোথাও দর্শকের আচরণ করেছে কোথাও তৃণমূলকে সহযোগিতা করেছে। বিজেপির দাবি, রবিবার ১০৮ টি পুরসভাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *