নেতাজির ফাইল প্রকাশ করছে না সরকার: জয়দীপ

আশিস মণ্ডল, সাঁইথিয়া,৮ নভেম্বর: “নেতাজিকে জনসমক্ষে আসতে না দেওয়ার একটি আন্তর্জাতিক চক্রান্ত ছিল। আজও সেই আন্তর্জাতিক চক্রান্ত চলে আসছে।” বীরভূমের সাঁইথিয়ায় এক আলোচনা সভায় নেতাজিকে নিয়ে একথা বলেন অল ইন্ডিয়া লিগ্যাল ফোরামের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়।
নেতাজির আসন্ন ১২৫ তম জন্মজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষ্যে সাঁইথিয়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আনন্দ দুলাল রায় এন্ড স্নিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্ট আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, “নেতাজির অন্তর্ধান নিয়ে ভারতের রাষ্ট্র নায়করা রাজনীতি করছেন। যখন তারা বিরোধী আসনে থাকেন তখন নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশ করার জন্য গলা ফাটায়। আর ক্ষমতায় এলে তারাই হাত গুটিয়ে বসে থাকে। কংগ্রেস ফাইল প্রকাশ না করে অপরাধ করেছে। কিন্তু এখন যারা রয়েছে তারা এখনও ফাইল প্রকাশ করছে না? ব্রিটিশ বলেছে ২২ সালে প্রকাশ করবে। ফ্রান্স, জার্মানী ফাইল প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশের সরকার ফাইলগুলো আঁকড়ে ধরে রেখেছে। দিল্লিতে নেতাজির কোনও মেমোরিয়াল নেই। আমি দাবি করছি ইন্ডিয়া গেটের সামনে ব্রিটিশ স্মারক ভেঙ্গে নেতাজির মূর্তি নির্মাণ করা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *