স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রবিবার রাত সাড়ে এগারোটা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। রোগীদের সুরক্ষিত রাখতেই ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত।
পরপর দুজন ডাক্তার করোনায় আক্রান্ত হওয়ায় রোগী পরিষেবার ব্যাপারে দুশ্চিন্তায় ছিলেন ডাক্তাররা। হাসপাতালের দুজন ডাক্তারের রিপোর্ট পজিটিভ না আসলে ও এনারা চিকিৎসায় রয়েছেন। এই অবস্থায় আগামী দিনে যদি ওই ডাক্তারদেরও পজেটিভ রিপোর্ট আসে তাহলে ওই ডাক্তারদের মাধ্যমে রোগীদের গোষ্ঠী সংক্রমনের সম্ভাবনা থেকেই যাবে। তাই স্বাস্থ্য দপ্তর ও সাব-ডিভিশনাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর জয়ন্ত বিশ্বাস আপাতত সমস্ত রোগী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন।