চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২১ এপ্রিল: দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে যখন গোটা দেশ জল্পনায়, সেই সময় সোশ্যাল সাইটে সংবাদ ছড়িয়ে পড়ে, পর্যটন মন্ত্রক ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব হোটেল, রেস্তোরাঁ, রিসর্ট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। এতে জল্পনা আরও তীব্র হয়। খবরটি দেখতে পেয়েই তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়ে দিয়েছে, হোটেলগুলোকে পর্যটন মন্ত্রক এমন কোনও নির্দেশ দেয়নি। খবরটি ভুয়ো। আর পুরো ব্যাপারটাই স্রেফ জল্পনা।
এর আগে লকডাউন শেষ হওয়ার সময়সীমা ১৪ এপ্রিল থেকে বাড়িয়ে কেন্দ্রীয় সরকার ৩ মে করেছে। তেলেঙ্গানা সরকার আবার লকডাউনের সেই সময়সীমা বাড়িয়ে করেছে ৭ মে। এভাবে লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়ার ফলেই জল্পনা তীব্র হয়েছে।
ছবি: ভুয়ো পোস্ট।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে চূড়ান্ত ক্ষতির মুখে পড়েছে হোটেল ব্যবসা। টানা লকডাউনের জেরে দেশে হোটেল শিল্প ধুঁকছে। দারুণ ক্ষতির মুখে পড়েছেন হোটেল মালিকরা। যার ফলে কর্মহীন হয়েছেন এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত অসংখ্য যুবক-যুবতী। এই পরিস্থিতিতে এই ভুয়ো খবরে জল্পনা বেড়ে গিয়েছিল।