আমাদের ভারত, ১২ অক্টোবর: “আমাদের সবার লক্ষ্য অভয়ার বিচার আর ভয়ের সংস্কৃতির অবসান।” শনিবার এই মন্তব্য করলেন চিকিৎসক সংগঠনের বামপন্থী নেতা ডাঃ মানস গুমটা।
এক্সবার্তায় তিনি লিখেছেন, “আমাদের সকলকে এই মুহূর্তে একটি ভাবনাই ভাবতে হবে। হয়তো কিছু বিতর্কিত বিষয় রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফেডারেশনের কারো অনভিপ্রেত বক্তব্যে। তাতে হয়তো কিছু মানুষ আহত হয়েছেন, যাঁরা এই আন্দোলনের সাথী এবং সহমর্মী। কিন্তু বৃহত্তর লক্ষ্যে পৌঁছানোর জন্য আপাতত এই ক্ষোভ এবং বিতর্ক সরিয়ে রেখেই আমাদের এগোতে হবে।
এত বড় আন্দোলন, দু’ মাস পেরিয়ে গেলেও সমাজের সর্বস্তরের মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে রাজপথে। গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই জনস্পর্ধা এক কথায় অভূতপূর্ব। কোনো ত্রুটি, কিছু ভুল বোঝাবুঝির সুযোগ যেন শাসক না পায়।
মাত্র দু’ মাসে তৈরি হওয়া জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন মঞ্চ। ওদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র চিকিৎসকরা, তাঁরাও দায়িত্বশীল, আমি বিশ্বাসী নিশ্চয়ই তাঁরা বিষয়টি দেখবেন। কিন্তু আমরা যদি শুধুমাত্র এই আলোচনাতেই সীমাবদ্ধ হয়ে যাই তাহলে শাসকের সুবিধা।
কিছু স্বার্থান্বেষী শক্তি বিভাজন চাইছে… আমরা যেন সেই ফাঁদে পা না দিয়ে ফেলি। তাই কিছু অনভিপ্রেত বিতর্ক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের ‘আপাতত’ সরিয়ে রেখেই, এক লক্ষ্যে এগোনোর প্রচেষ্টায় সর্বশক্তি নিয়োগ করার অনুরোধ করছি সবাইকে। দ্রোহের প্রস্তুতিই আমাদের সকলের লক্ষ্য।”