আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: পরকীয়া প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে ডেকে নিয়ে এক ব্যক্তিকে গলার নলি কেটে খুন করল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উকিলপাড়ায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যাক্তির নাম গোপাল দাস ( ৪২)। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাতেই সরস্বতী ঝাঁ নামে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উকিলপাড়া বাসিন্দা পেশায় ঠিকাদার গোপাল দাসের সাথে সরস্বতী ঝাঁ নামে এলাকারই এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। জানা গিয়েছে, তাদের এই পরকীয়া সম্পর্কের মধ্যে কয়েকদিন ধরে টানাপোড়েন নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, শনিবার রাতে সরস্বতী তার অবৈধ সম্পর্কের প্রেমিক গোপাল দাসকে ডেকে নিয়ে আসে। এরপর ফাঁকা মাঠে নিয়ে তাঁর গলায় ধারালো ছুরি চালিয়ে দেয়।
গুরুতর জখম গোপাল দাসকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত্যু হয় তার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই সরস্বতী ঝাঁ নামের ওই মহিলাকে আটক করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি এই খুনের ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।