স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৩ ডিসেম্বর:
প্রতিবন্ধী যুবতী মেয়ে এবং বাড়ির অন্যান্য সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে জমি জবর দখল করে ঘিরে ফলের গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার রাজপুত পাড়া লেন এলাকায়।
সূত্রের খবর, শান্তিপুর থানার রাজপুত পাড়া লেনের বাসিন্দা সুনীল বিশ্বাস, বয়স ৭০, পেশায় তাঁত শ্রমিক। তার বাড়ি লাগোয়া একটি জমি তার নিজের নামে রেকর্ড রয়েছে। অভিযোগ, গোপালপুরের বাসিন্দা জহর সাহা দীর্ঘদিন ধরেই সুনীল বিশ্বাস’কে জমিটি কেড়ে নেওয়ার জন্য হুমকি দিত।
অভিযোগ, গতকাল জহর সাহা জনাদশেক সমাজবিরোধীদের সঙ্গে নিয়ে আচমকা সুনীল বিশ্বাসের বাড়িতে চড়াও হয়। রিভলবার এবং ধারালো অস্ত্র দিয়ে সুনীল বিশ্বাস এবং তার প্রতিবন্ধী মেয়েকে মারধর করে। এর পাশাপাশি খুনের হুমকি দেয়। এরপর সুনীল বিশ্বাসের নামে রেকর্ড থাকা জমি জবর দখল করে ঘিরে দেয়। এর পর জমিতে থাকা কালাগাছ, কাঁঠাল গাছ কেটে দেয় বলে অভিযোগ।
ঘটনায় আতঙ্কে সুনীল বিশ্বাস বাড়ি ছাড়া। এরপরে সুনীল বিশ্বাস এর তরফ থেকে শান্তিপুর থানায় জহর সাহা এবং বাকি দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর আগেও জহর সাহার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে। যদিও এই বিষয়ে সাংবাদিকরা জহর সাহার কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। উপরন্তু সাংবাদিকদের রাজনৈতিক ব্যক্তি হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেন জহর সাহার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।