গোপাল রায়, আরামবাগ, ১৪ জুলাই: পরকীয়ার জেরে উত্তেজনা আরামবাগে। দুই প্রেমিক প্রেমিকাকে হাতেনাতে ধরল গ্রামবাসীরা। এরপর তাদের তুলে দেওয়া হয় আরামবাগ থানার পুলিশের হাতে। পুলিশ আটক করে দুই জনকে নিয়ে যাওয়া আরামবাগ থানায়। ঘটনাটি ঘটেছে আরামবাগ চাঁদুর এলাকায়।
জানাগেছে, স্বামী হারা এক মহিলার সাথে পাড়ার এক ব্যক্তির দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্ক ছিল। গতকাল রাতে ওই ব্যক্তি মহিলার বাড়িতে যায়। এরপর ওই মহিলার মেয়ে মায়ের ঘরের মধ্যে পর পুরুষকে ঢুকতে দেখে বাড়ির বাইরে থেকে শিকল তুলে দেয়। এরপর গ্রামবাসীদের ডেকে আনে। গ্রামবাসীরা এসে ওই ব্যক্তিকে বেঁধে রাখে। দুজনকে দিয়ে একটি কাগজে মুচলেকা লেখায় গ্রামবাসীরা। এরপর আরামবাগ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুজনকে আরামবাগ থানায় আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীদের দাবি, ওই মহিলাকে বিয়ে করতে হবে ওই ব্যক্তিকে।

