Strike, West Midnapur, বামফ্রন্টের সমস্ত শাখা সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে কোনো প্রভাব পড়েনি পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: বুধবার বামফ্রন্টের সমস্ত শাখা সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে সেরকম কোনো প্রভাব পড়েনি পশ্চিম মেদিনীপুরে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি শিতল বিদ জানান, বনধের দিন জেলার সমস্ত সরকারি দপ্তরে হাজিরা ছিল একশো শতাংশ। অন্যান্য দিনের মতোই কাজ হয়েছে। মানুষ পরিষেবা গ্রহণের জন্য বিডিও অফিস, মহকুমা অফিস, পঞ্চায়েত ও পুরসভায় এসেছেন। কর্মীরা যাতে প্রবেশ করতে না পারেন এজন্য এদিন সকালে বনধ সমর্থকরা জেলা কালেক্টরেট- এর গেটে অবস্থান বিক্ষোভ করলে পুলিশ তাদের হঠিয়ে দেয়।

মেদিনীপুর শহরে কয়েকটি সরকারি বাস বনধ সমর্থকরা আটকানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।মেদিনীপুর ও খড়্গপুর বাসস্ট্যান্ডে এদিন গুটিকয়েক বাস ছিল। মেদিনীপুর কলেজের সামনে তারা পিকেটিং করে কলেজের গেট বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে তা খুলে দেয়। এদিন জেলার সমস্ত স্কুল কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় খোলা ছিল। খড়্গপুর ও শালবনি শিল্পাঞ্চলে স্বাভাবিক কাজ হয়েছে। গোলমাল পাকানোর অভিযোগে পুলিশ এদিন ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *