আমাদের ভারত, হাওড়া, ২২ অক্টোবর: করোনা আতঙ্কের পাশাপাশি এবার নতুন আতঙ্ক ঝড়-বৃষ্টি। ষষ্ঠীর শুরুতেই আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। সপ্তমী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা হাওয়া অফিসের। আর তাতেই দুশ্চিন্তা বাড়িয়েছে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। এদিকে নিম্নচাপের প্রভাবে পরিস্থিতি যাতে খারাপ না হয় তার জন্য ইতিমধ্যে উলুবেড়িয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা শুরু হয়েছে।
অন্যদিকে নিম্নচাপের প্রভাবে নদীর উত্তাল হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার থেকে গাদিয়াড়া লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হুগলী নদী জলপথ পরিবহন সমবায় সমিতি সূত্রে খবর, ঝড় বৃষ্টির আশঙ্কায় বৃহস্পতিবার এবং শুক্রবার গাদিয়াড়া গেওখালি, গাদিয়াড়া নুরপুর লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।