বাংলাদেশে ফের কালী মন্দিরে ভাঙ্গচুর, সরস্বতী মূর্তিও ভেঙ্গেছে মৌলবাদীরা

আমাদের ভারত, ২৬ অক্টোবর: আলোর উৎসবেও মৌলবাদের কালো ছায়া থেকে মুক্ত হলো না বাংলাদেশ। কালী পুজোর দিনেই বাংলাদেশে ফের কালী মন্দিরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। ভাঙ্গচুর চালানো হয়েছে কালাচাঁদ মন্দিরেও। এই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।

সোমবার কালী পুজোর দিন বাংলাদেশের দিনাজপুর জেলার একটি কালীমন্দিরে ভাঙ্গচুর চালায় দুষ্কৃতীদের একটি দল। আর তার একদিন আগেই সিরাজগঞ্জ জেলার কালাচাঁদ মন্দিরে হামলা করে মৌলবাদীরা। মন্দিরে থাকা দেবী সরস্বতী প্রতিমা ভাঙ্গে দুষ্কৃতীরা। কালী মন্দির ভাঙ্গচুরের ঘটনায় ধৃত চার জনের নাম। রাশেদ (২২), বেলাল (২৪), রকি(২০) তুষার(২২)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হুমায়ুন কবির আশ্বাস দিয়েছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে হিন্দুদের মধ্যে। দিনাজপুর রংপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখান তারা।

কয়েকদিন আগে ঝিনাইদহ জেলার দৌতিয়ে গ্রামে একটি প্রাচীন কালী মন্দির ভাঙ্গচুর চালিয়ে প্রতিমার গলা কেটে ফেলেছিল দুষ্কৃতীরা। দুর্গাপুজোয় সন্ত্রাসী হামলা ও সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা ছিল। কিন্তু সরকারি তৎপরতায় শারোদৎসব মোটের উপর শান্তিপূর্ণ ভাবে কাটলেও পর পর কালী মন্দিরে হামলার ঘটনায় স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *