জওয়ানের নিথর দেহ এলো খড়্গপুরের বাড়িতে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মে: লাদাখের তুরতুক সেক্টরে নুবরায় ভয়াবহ দুর্ঘটনায় নদীতে পড়ে গিয়েছিল সেনাবাহিনীর বাস, শহিদ হয়েছিল ৭ জওয়ান। আহত হন ১৯ জন। শহিদ জওয়ানের মধ্যে রয়েছে পশ্চিম বাংলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত বারবেটিয়া এলাকার বাসিন্দা আর্মি জওয়ান বাপ্পা খুটিয়া। বাপ্পা কুটিয়ার দেহ রবিবার দুপুরে নিয়ে আসা হল খড়গপুর টাউন থানার বারাবেটিয়া এলাকার বাড়িতে৷

শুক্রবার গভীর রাতে বাড়িতে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে খুটিয়া পরিবার সহ গোটা খড়্গপুর শহরজুড়ে৷ গত ২৭ এপ্রিল বাড়ি থেকে ছুটি কাটিয়ে আর্মি ক্যাম্পে ফিরে যায় সে৷ গুজরাট থেকে সিয়াচেনে পোস্টিং হয় তাঁর। সিয়াচেন যাওয়ার পথে সেনাবাহিনীর গাড়িটি ধ্বস নামার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যায় ৭ জন সেনা জওয়ান শহিদ হয়। আহত হয়েছিলেন ১৯ জন।

শহিদ বাপ্পা খুটিয়ার ১১ মাসের একটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে৷ শহিদ জওয়ানের মৃতদেহ রবিবার দুপুরে খড়্গপুরের বাড়িতে পৌঁছায় বাপ্পা খুটিয়ার কফিনবন্দি মৃতদেহ।

বাবা প্রাক্তন আরপিএফ জাওয়ান সুকুমার খুটিয়া বলেন, “ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে৷ আমি গর্বিত। আমার ছেলে সহ সকল শহিদদের জন্যই আমি গর্বিত৷ আমি নিজে হাতে ছেলেকে তৈরি করেছিলাম। দেশের জন্য প্রাণ দিয়েছে৷ অন্যান্য অভিভাবকদেরও একইভাবে গর্বিত হওয়ার সাথে সাথে সমবেদনা জানাবো। জওয়ানের নিথর মৃত দেহ বাড়িতে আসার সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।

শহিদ জাওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বহু সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। আর্মি জওয়ানরা এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে মৃত বাপ্পাকে গান সেলুট জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *