আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি:
আজ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার গ্ৰাম থেকে শহর প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
এদিন ডেবড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল নানা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে। ডেবরা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর ও ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জি, সাংসদ প্রতিনিধি শীতেশ ধাড়ার উপস্থিতিতে বিধায়ক কার্যালয় থেকে শুরু করে ব্লকের বিভিন্ন স্থানে দলীয় পতাকা উত্তোলন ও পদযাত্রায় অংশ নেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকবৃন্দ।

পাশাপাশি দলীয় নেতা কর্মীদের উদ্যোগে ডুয়া ১০/১ অঞ্চলে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই রক্তদান কর্মসূচিতে প্রায় শতাধিক ব্যক্তি রক্তদান করেন। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিধায়ক হুমায়ুন কবির ডেবড়ার সাধারণ মানুষের উদ্যেশে নুতন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে সবাইকে একসাথে চলার বার্তা দেন।

