Jayanta Singh জয়ন্ত সিংয়ের বাড়বাড়ন্তের জন্য দলের একাংশকেই দায়ি করলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ১২ জুলাই:
যত দিন যাচ্ছে আড়িয়াদহের ত্রাস জায়ন্ত সিং–এর নতুন নতুন কীর্তি সামনে আসছে। এবার আড়িয়াদহের রুদ্র প্রতাপ লেনে অবস্থিত তিন তলা প্রাসাদের খোঁজ পাওয়া গেল। কয়েকদিন আগেই এই বাসভবনের দ্বার উন্মোচন হয়। যদিও ওই তিনতলা ভবনের অনেক কাজই এখনো অসম্পূর্ণ রয়েছে।

এদিন সেই ছবি করতে গেলেই সাংবাদিকদের উপর চড়াও হয় জয়ন্ত সিং এর আত্মীয়-স্বজন। এমনকি মামলা করার হুমকিও দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ। এই ঘটনা স্থানীয় বাসিন্দারাও অনেকেই আতঙ্কিত, যদিও ভয়ে কেউই মুখ খুলতে চাইছে না।

১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ মহাপাত্র এই ঘটনায় দলের একাংশকেই দায়ি করেছেন। এদিন তিনি বলেন, “দলের কিছু মানুষ এই জায়ন্তদের বিরোধিতা করছে আর একটা অংশ এদের সমর্থন করছে। ফলে এদের বৃদ্ধি ঘটছে। আমি যখন কাউন্সিলর ছিলাম, অখন একদিন জয়ন্ত পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছিল, আমি বের করে দিয়েছিলাম। আমি এদের বাড়বাড়ন্ত মেনে নিতে পারিনি তাই দল আমাকে এখন তেমন কোনও দায়িত্বও দেয় না।”

আপর দিকে এই জায়ন্ত সিংয়ের বিরুদ্ধে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়কে ফোন মারফত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর অনুযায়ী সৌগত রায়কে ফোন করে জায়ন্ত সিং কে দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেটা না হলে সৌগত রায়কে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে জায়ন্ত সিং এর সাগরেদদের তরফ থেকে। সৌগত রায় নিজে এই অভিযোগ করেছেন ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার কাছে। এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এছাড়াও আড়িয়াদহে নাবালকের উপর জায়ন্ত বাহিনীর নির্মম অত্যাচারের ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাছে একটি ছেলেকে বিবস্ত্র করে সাঁড়াশি দিয়ে নির্মম অত্যাচার চালানো হচ্ছে। যদিও এই ভিডিও সত্যতা যাছাই করা হয়নি। ঘটনার তদন্তে নেমে বুধবার আড়িয়াদহ থেকে অভিযুক্ত প্রসেন দাস ওরফে লাল্টুকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *