আমাদের ভারত, হাওড়া, ১৫ এপ্রিল: একটি সংস্থার হয়ে গরম দুধ বিস্কুট বিতরণ করলেন বন মন্ত্রী রাজিব ব্যানার্জি।
আজ ডোমজুড়ের সলপ বটতলায় অঞ্চলে অঞ্চলে শিশুদের মধ্যে দুধ, বিস্কুট বিতরণ করেন তিনি। তবে, অভিযোগ উঠেছে লকডাউনের বিধিনিষেধের তোয়াক্কা না করেই মানুষ ভিড় করেছিল।
হাওড়া জেলার অনেকগুলি জায়গায় হয়ে গেছে হটস্পট এরিয়া। কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকার ঘোষণা করেছে মাস্ক পরা বাধ্যতামূলক। তা সত্ত্বেও ধরা পড়ল এক অন্য চিত্র, যেখানে মন্ত্রী নিজে ছোট ছোট শিশুদের মধ্যে বিতরণ করলেন গরম দুধ ও বিস্কুট। সেই গরম দুধ, বিস্কুট নিতে গিয়ে মানুষ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কোন বিধি নিষেধের তোয়াক্কা না করে অবলীলায় নিয়ে গেলেন মন্ত্রীর হাত থেকে দুধ এবং বিস্কুট। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে প্রশাসন আইনের এত কড়াকড়ি করেছে, সেখানে কি করে এই জমায়েত মন্ত্রী করতে দিলেন। ভিড় সামলাতে দেখা গেল না ডোমজুড় থানার কোনও পুলিশ বা প্রশাসনের কোনও ব্যক্তিকে।
এব্যাপারে মন্ত্রী বলেন, নিয়ম মেনেই বিতরণ করা হয়েছে। তাছাড়া মানুষকেও তো দেখতে হবে। তাঁদের মুখেও তো খাবার তুলে দিতে হবে।