পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: এলাকাবাসীদের দাবি মতো মেদিনীপুর শহর লাগোয়া ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বৈশাখি পল্লীতে বন দপ্তরের জায়গা দখল করে নির্মাণ হওয়া ঘরবাড়ি ভাঙ্গার কাজ শুরু করল বন দপ্তর।
শনিবার বিকেলেই দখলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল বন দপ্তরের তরফে। রবিবার সকাল থেকে জেসিবি দিয়ে বন দপ্তরের জায়গা দখল করে বসবাসকারীদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। বন দপ্তরের এই কাজে সহযোগিতা করছেন এলাকার মানুষজন। এদিন সকাল থেকে মাপজোক সহকারে জবরদখলকারীদের বাড়ি- ঘর ভাঙ্গার কাজ শুরু হয়।