ইসলামপুরের কালানাগিন এলাকায় হিংস্র জন্তুকে ধরতে সক্রিয় হল বনদপ্তর, নতুন করে বসানো হল খাঁচা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ অক্টোবর: ইসলামপুরের কালানাগিন এলাকায় হিংস্র জন্তুকে ধরতে আরও সক্রিয় হল জেলা বনদপ্তরের আধিকারিকরা। বুধবার নতুন করে আরো একটি খাঁচা বসানো হয়েছে ওই এলাকায়। বুধবার ঘটনাস্থলে জেলা বন দপ্তরের এডিএফও সৌগত মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা। তিনি এদিন জেলা বনদপ্তর ও স্থানীয় বন দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিয়ে ওই এলাকায় তদন্ত করে দেখেন।

প্রসঙ্গত, মঙ্গলবার গ্রামবাসীদের দাবি মেনে কালানাগিন এলাকার চা বাগানে একটি খাঁচা পাতা হয় বনদপ্তরের পক্ষ থেকে। গ্রামবাসীরা জানান, তারা বেশ কিছুদিন ধরে বাঘের আতঙ্কে দিন যাপন করছিল। বনদপ্তরকে একাধিকবার জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ করেনি। তারা বিষয়টিকে প্রথমে অবহেলা করলেও, বিভিন্ন চাপের পর বনদপ্তর আজ বাধ্য হয়ে খাঁচা পেতেছে বলে তাদের দাবি।

অপরদিকে, গতকাল চোপড়া রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামসুন্দর ঝরিয়াৎ জানিয়েছিলেন, গ্রামবাসীদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্যই খাঁচা পাতা হয়েছে। তিনি বলেন, বাঘ থাকুক বা যে কোনো জন্তুই থাকুক খাঁচার মধ্যে পড়তে পারে। তবে এক্ষেত্রে অবহেলার কোনো ব্যাপার নেই বিভিন্ন কাজ থাকার জন্য দেরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার এডিএফও সৌগত মুখার্জি বলেন, তিনি গোটা ঘটনার ওপরে গত কয়েকদিন ধরে নজর রেখেছিলেন আজ পুরো টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং তদন্ত করে দেখা হচ্ছে। কোনো প্রকারের জন্তু রয়েছে তা ধরার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। পুরো তদন্ত করার পরেই জন্তুটির পরিচয় স্পষ্টভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *