ঝাড়গ্রামে হাতির অবস্থান জানিয়ে সর্তকতা বনদপ্তরের 

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ জুন:
জেলাজুড়ে হাতির হানা চলতে থাকায় এলাকার বাসিন্দাদের সতর্ক করল বনদপ্তর। মঙ্গলবার জেলায় হাতির অবস্থান জানিয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে জেলায় মোট ১৩টি হাতি রয়েছে। সেগুলির মধ্যে ঝাড়গ্রাম রেঞ্জের খাস জঙ্গলের ৭৩১ নম্বর মৌজায় ৩ টি, ৭৫০ নম্বর মৌজায়, ১টি, জামবনি রেঞ্জের খাসজঙ্গল এলাকার ২৪৬ নম্বর মৌজায় ৪টি, মানিকপাড়া রেঞ্জের কেশিয়াভোলা জঙ্গলে ২টি গোবিন্দপুর মৌজায় ১টি, গিধনী রেঞ্জের আমতলিয়া মৌজায় ১টি ও লোধাশুলি রেঞ্জের ঘটিডুৰা মৌজায় ১টি হাতি অবস্থান করছে।

বনবিভাগের সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে হাতির গতিপথে কোনও রকম বাধা না দিতে, খুব প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে না বের হতে এবং মদ খেয়ে যাতায়াত না করতে ও বাড়িতে মদ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *