The fMadhyamik student, Simni village, গাড়ি পেল না বনদফতরের, আক্ষেপ চিতাবাঘ আতঙ্কিত সিমনি গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীদের

সাথী দাস, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি: গাড়ি পেল না চিতাবাঘ আতঙ্কিত সিমনি গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরা। যখন হাতি অধ্যুষিত এলাকার মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য প্রশাসন গাড়ির ব্যবস্থা করল ঠিক সেই সময় কোটশিলা থানার চিতা বাঘ আতঙ্কিত সিমনি গ্রামের ছাত্র ছাত্রীদের নিজের ব্যবস্থাপনায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হল।

এই বিষয়ে সিমনি গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রচন্ড কুয়াশার মধ্যে সকাল সকাল জীবনের ঝুঁকি নিয়ে ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে মোটর সাইকেলে করে পৌঁছাতে হল। কোটশিলা থানার ইন্টিগ্রেড গভর্মেন্ট স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হলো ঝালদার সত্যভামা বিদ্যাপিঠ। ওই গ্রামের প্রায় ১৫ থেকে ২০ জন পরীক্ষার্থী, বাকিদের আদরদী স্কুলে সেন্টার। তাদের জন্যও কোনো গাড়ির ব্যবস্থা করা হয়নি। প্রথম দিন না হলেও অন্তত বাকি দিনগুলির জন্য গাড়ির ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

অন্যদিকে, সরকারি নির্দেশ মতো হাতি অধ্যুষিত জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঝালদা ১ ব্লক প্রশাসন জঙ্গল লাগুয়া খামার হাই স্কুল ও রামাশ্রম হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তিনটি বাস দেওয়া হয়েছে। দুটি বাস খামার হাই স্কুল ও একটি রামাশ্রম হাই স্কুলের জন্য। এই বাসে করে পরীক্ষার্থীরা নিরাপত্তায় পরীক্ষা কেন্দ্রে জারগো হাই স্কুল র্পৌঁছানো ও তাদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। বাসে নিরাপত্তার জন্য রয়েছেন একজন করে বনকর্মী। প্রশাসনের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *