সুশান্ত ঘোষ, আমাদের ভারতের, উত্তর ২৪ পরগণা, ৩০ সেপ্টেম্বর: দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ স্কুল, কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরণের প্রতিযোগীতা মূলক খেলাধূলা। এদিন উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুলিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বিএসএফের ৯৯ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হল ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা। বুধবার রাতে কুলিয়া গ্রামের মাঠে খেলা দেখতে ভিড় জমিয়েছিল গ্রামের কয়েক হাজার মানুষ।
আন্তর্জাতিক সীমান্তের ১০০ মিটার দূরে এই খেলার আয়োজনে খুশি এলাকার বাসিন্দারা। ক্লাব কর্তারা জানিয়েছেন, এই এলাকায় সীমান্তে কোনও তারকাঁটা নেই। এলাকার যুবকরা দুষ্কৃতী মূলক কাজ, চোরাচালানের সঙ্গে যাতে যুক্ত না হয়। এছাড়াও দীর্ঘ লকডাউনের জেরে এলাকায় খেলাধূলা বন্ধ হতে বসেছে। তাই যুবকদের খেলামুখি করতে এই আয়োজন। বিএসএফ আধিকারিক জানিয়েছেন, এলাকার মানুষের সঙ্গে সু-সম্পর্ক ও জনসংযোগ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে এসেছি। যাতে গ্রামের যুবকদের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক থাকে সে কারণেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন।