আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ অক্টোবর: একদিকে করোনা, অন্যদিকে হাইকোর্টের নির্দেশে পুজো মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। তার মধ্যেও গরিব দুঃস্থদের জন্য হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে তিন হাজার নতুন বস্ত্র উপহার দেওয়া হল। বাংলার পুজো বন্ধ করার চক্রান্ত করছে কোনও একটি রাজনৈতিক দল, হাইকোর্টের নির্দেশ নিয়ে হাবড়ায় এসে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।
করোনা আবহে দুর্গাপুজো উপলক্ষ্যে হাইকোর্ট বিশেষ নির্দেশিকা জারি করেছে। এবার সেই নির্দেশিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবড়া পৌরসভার ২৪টি ওয়ার্ডের তিন হাজার গরিব দুঃস্থদের হাতে শারদীয়া উপলক্ষ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হাবড়া কলতাল অনুষ্ঠান গৃহ সহ হাবড়া দেশবন্ধু পার্ক মাঠে।
করোনার জেরে কাজ হারিয়েছেন অনেকেই,আবার অনেকেরই এই পরিস্থিতিতে নতুন জামা-কাপড় কেনাকাটার মতো সামর্থ্য নেই। তাই হাবরা পৌরসভার ২৪টি ওয়ার্ডের এক হাজার ছোট ছোট ছেলে মেয়েদের, এক হাজার বিধবা মহিলাদের এবং এক হাজার মায়েদের নতুন বস্ত্র দেওয়া হয় খাদ্য মন্ত্রীর পক্ষ থেকে। মন্ত্রী জানান, এবছর এই করোনা পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে হাবড়া পৌরসভার মোট আট হাজার গরিব দুঃস্থদের নতুন বস্ত্র উপহার দেওয়া হবে, যদি প্রয়োজন হয় তাহলে আরও দেওয়া হবে।
পাশাপাশি এদিন অনুষ্ঠানে এসে হাইকোর্টের রায়কে নিয়ে খাদ্যমন্ত্রী তার ক্ষোভ উগরে দিয়েছেন। মন্ত্রী জানান, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা মান্যতা দিচ্ছি। কিন্তু নির্দিষ্ট কোনও একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বাংলার পুজো বন্ধ করবার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন তবে এর ফল ভুগতে হবে তাদের। আর তার সাক্ষী থাকবে এই বাংলা।