কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর:
মৃতদেহ সৎকারে চরম সমস্যায় পড়তে হচ্ছে ঘাটাল পুরসভার বন্যার্ত মানুষদের। রবিবার।। ঘাটালের ৭ নম্বর ওয়ার্ডে রেনুকা বালা মাজি নামে, ৮০ বছরের এক বৃদ্ধা মারা যান। সৎকারের জন্য তার ছেলে দিলীপ মাজি নৌকায় করে ঘাটালের আড়গোড়ায় নিয়ে যান শ্যামপুর শ্মশানে দাহ করার জন্য। কিন্তু গিয়ে দেখে শ্মশান চুল্লীতে জল। বাধ্য হয়ে ফের নৌকায় করে ৭ নম্বর ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যান।
উল্লেখ্য নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু বাড়ি ডুবেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু এলাকায় ডুবেছে শ্মশান চুল্লী। ঘাটাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের শ্মশান জলের তলায়। মাজি পরিবারের মত অনেককেই সৎকারের সমস্যায় পড়তে হচ্ছে।