ঘাটালে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট : ঘাটালের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রবিবার রাতে বিভিন্ন এলাকায় জল বেড়েছে। সোমবার সকাল থেকে জল বাড়ার হার কমেছে। ঘাটাল ব্লকের চৌকার খাল ভেঙ্গে জামিরা দেওয়ান চক চৌকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে ওই এলাকার সবজি চাষের ক্ষতির আশঙ্কায় আছেন কৃষকরা। ঘাটাল পৌরসভা এলাকার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড প্লাবিত। কোথাও এক কোমর জল। কোনও কোনও ওয়ার্ডে নৌকো অথবা ডিঙিই যাতায়াতের ভরসা।

পুরসভার প্রশাসক ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই বিভিন্ন জল প্লাবিত ওয়ার্ড পরিদর্শন করছেন। শঙ্কর বাবু জানান, আমরা বন্যা পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত আছি। এদিকে ১থেকে ৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিতর্কিত সার্কিট বাঁধ দিয়ে বিভিন্ন এলাকার মানুষজন এখন ঘাটালে আসছেন। যাতায়াতের সুবিধে হয়েছে এই বাঁধের জন্য। এছাড়াও ভেতরের দিকের ওয়ার্ড যেমন এক নম্বর দুই নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যা নেই, কারণ বিভিন্ন উঁচু এলাকায় পৌরসভা ট্যাপকল বসিয়েছে বলে জানিয়েছেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় সিংহ রায়।

মনসুকা এলাকায় পর্যাপ্ত সরকারি খেয়া চাইছেন মানুষজন। দাসপুর এবং চন্দ্রকোনার জল প্লাবিত এলাকায় ভেঙ্গেছে একাধিক সেতু। পাশাপাশি গ্রামগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দাসপুরে কন্যাশ্রী সহ একাধিক সেতু ভেঙ্গেছে ল।চন্দ্রকোনার সিতারামপুর, মানিক কুণ্ডু, বাঁকা সহ বিভিন্ন এলাকা এবং দাসপুর ২ ব্লকের কাটা দরজা সুপা সহ বিভিন্ন এলাকায় জল প্লাবিত। নতুন আরো একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে ঘাটালের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *