ঘাটালের বন্যা পরিস্থিতি স্থিতিশীল, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: মঙ্গলবারের পর বুধবারও ঘাটালের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই সপ্তাহের শুরুর দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে। মঙ্গলবার জেলায় অতিভারি বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে যায় ঘাটালের বেশ কিছু এলাকা। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গায় নজরদারি চালায় ব্লক ও মহকুমা প্রশাসন। পাশাপাশি ঘাটালের বিভিন্ন নদীকেন্দ্রিক এলাকায় বাড়তি নজরদারি রেখেছে পুলিশ প্রশাসন। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর।

প্রতিবছর ঘাটালে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ইতিমধ্যেই ঘাটালে এসডিআরএফের একটি দল এসে পৌঁছেছে বলে মহকুমা প্রশাসন সূত্রে খবর। তবে নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে। ঝুমি, শিলাবতী নদীতেও জলস্তর বাড়ছে। মহকুমার তিনটি মাটির ঘর প্রবল বৃষ্টির কারণে ভাঙ্গলেও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনও ঘটনা নেই। ঘাটাল পুর এলাকায় বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় মাইকিং করা হচ্ছে, মোতায়েন রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে জলমগ্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *