আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ নভেম্বর: মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত বড় গঙ্গায়।
নিখোঁজ ব্যক্তির নাম রাম হালদার ( ৪২), বাড়ি ফরাক্কার রেলকলোনীতে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন,
বৃহস্পতিবার রাতে পাঁচ জন সহকর্মীদের সাথে ফরাক্কার বড় গঙ্গাতে টিনের ডোঙা নিয়ে মাছ ধরতে যান রাম হালদার। গঙ্গায় মাছ ধরার জন্য জাল ফেলে। জাল টানতে গিয়ে জলের নিচে আটকে যায়। জাল আটকে যাওয়ার জন্য জাল টানতে গিয়ে জলে পড়ে নিখোঁজ হন রাম হালদার। তারপর বহু খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি বলে জানায় তার সহ কর্মী সাধন হালদার।
ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।