পুরুলিয়া জেলায় প্রথম ই-পঞ্চায়েত শ্রেণিভুক্ত হল লাকরা গ্রাম

সাথী দাস, পুরুলিয়া, ৭ মে: জেলায় প্রথম ই-পঞ্চায়েত হল পুঞ্চা ব্লকের লাকরা গ্রাম পঞ্চায়েত। আজ আনুষ্ঠানিক ভাবে এর শ্রেণিভুক্ত করা হল।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথ্য প্রযুক্তি পরিষেবার অবদান অনস্বীকার্য।বর্তমানে জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার সমাজের প্রায় সর্বস্তরে। উন্নয়নের আলোকবর্তিকার অনুসারী পুরুলিয়া জেলাও। বিশেষ করে জেলার প্রান্তিক অঞ্চলগুলিও আজ তথ্য প্রযুক্তি পরিষেবার আওতাধীন। তারই রেশ ধরে পঞ্চায়েতের যাত্রা শুরু। পুঞ্চা ব্লকের অন্তর্গত লাখড়া গ্ৰাম পঞ্চায়েত আজ গর্বিত। আজ তারা ই- পঞ্চায়েতে শ্রেণিভুক্ত। জনকল্যাণে তথা জনপরিষেবা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হল অ্যান্ড্রয়েড মোবাইল নির্ভর একটি বিশেষ অ্যাপ। নাম- লাখরা জিপি (Lakhra GP ver – 1.0)। এই অ্যাপ চালু করার মূল উদ্দেশ্য – সমস্যার দ্রুত চিহ্নিতকরণ, সময়ের মধ্যে সঠিক সন্তোষজনক পরিষেবা প্রদান ও এলাকাবাসীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলা।

লাখড়া গ্ৰাম পঞ্চায়েত অফিসে উপস্থিত থেকে অ্যাপটির পথচলা শুরু করেন সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা শাসক রাহুল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক মুফতি শামিম শওকত ছাড়াও স্থানীয় বিডিও সহ বিশিষ্টজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *