নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ৬ এপ্রিল: রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং ফার্স্ট লেডি সবিতা কোবিন্দকে মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার এবং রাণী ম্যাক্সিমা আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানালেন। ভারতের রাষ্ট্রপতি নেদারল্যান্ডের রাজার সঙ্গে গার্ড অব অনার পরিদর্শন করেন।
ছবি: রাষ্ট্রপতিকে স্বাগত জানাচ্ছেন অনাবাসী ভারতীয়রা।
রাজা উইলেম-আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার আমন্ত্রণে রাষ্ট্রপতি কোবিন্দ তিন দিনের নেদারল্যান্ডস সফরে রয়েছেন। ১৯৮৮ সালে রাষ্ট্রপতি আর ভেঙ্কটারমনের সফরের ৩৪ বছর পর ভারতের কোনও রাষ্ট্রপতির নেদারল্যান্ডস সফর। এখানের প্রচুর প্রবাসী ভারতীয় এবং স্থানীয় লোকজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| এখানের প্রবাসী ভারতীয়রা নেদারল্যান্ডস এর রাজা রানী এবং ভারতের রাষ্ট্রপতি, ফার্স্ট লেডিকে উজ্জীবিত করার জন্যে ভারতীয়–ডাচ বন্ধুত্বের স্লোগান, ভারত মাতা কি জয় এর জয়ধনী দেন|
ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়|এই অনুষ্ঠানে নেদারল্যান্ডস প্রধান মন্ত্রী মার্ক রুটে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে সফরে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জানাগেছে, রাষ্ট্রপতির তিন দিনের সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে, এর মধ্যে রয়েছে জল, কৃষি এবং স্বাস্থ্য সংক্রান্ত চুক্তি।