Agnibir, Chilka, শুক্রবার আইএনএস চিলকায় অগ্নিবীরদের পঞ্চম ব্যাচের ‘পাসিং আউট প্যারেড’

আমাদের ভারত, ৬ মার্চ: অগ্নিবীরদের পঞ্চম ব্যাচের পাসিং আউট প্যারেড হবে ৭ মার্চ ২০২৫ আইএনএস চিলকায়। এই পাসিং আউট প্যারেডে প্রায় ২,৯৭২ জন পুরুষ ও মহিলা অগ্নিবীরদের চিলকায় কঠোর পরিশ্রমসাধ্য প্রশিক্ষণের সফল সমাপ্তি।

বৃহস্পতিবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়ে বলেছে, “সাদার্ন নাভাল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল ভি শ্রীনিবাস প্রধান অতিথি হবেন এবং সূর্যাস্তের পরে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। এই উল্লেখযোগ্য মুহূর্তর সাক্ষী থাকবেন নতুন অগ্নিবীরদের গর্বিত পরিবার।

এর পাশাপাশি বিশিষ্ট প্রাক্তনী এবং ক্রীড়াব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অগ্নিবীরদের উৎসাহিত করবেন তাঁদের জীবন কাহিনী শুনিয়ে। সাদার্ন নাভাল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং ইন চিফ সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দেবেন এবং বিভিন্ন শিক্ষার্থী ও ডিভিশনকে পুরস্কার ও ট্রফি দেবেন। শিক্ষার্থীদের দ্বিভাষিক পত্রিকা ‘অঙ্কুর’ –এর প্রকাশ করবেন।

পাসিং আউট প্যারেড শুধুমাত্র ১৬ সপ্তাহের সফল প্রশিক্ষণের সমাপ্তি নয়, সেইসঙ্গে সদা তৎপর ভারতীয় নৌবাহিনীতে ঢোকারও ছাড়পত্র।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *