Modi, GST, দেশে সাশ্রয়ী উৎসব শুরু, দাম কমবে জিনিসের, বাড়বে সঞ্চয়, জিএসটি ২ উদ্বোধনে রবিবার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা মোদীর

আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতার নতুন পদক্ষেপ করল মোদী সরকার। আগামীকাল থেকে দেশজুড়ে জিএসটি সাশ্রয়ী উৎসব শুরু। মহিলা থেকে ব্যবসায়ী সকলে এই সুফল পাবেন। দশকের পর দশক ধরে আলাদা শুল্ক পদ্ধতিতে জর্জরিত ছিল দেশ। সব জায়গায় ট্যাক্সের আলাদা আলাদা নিয়ম ছিল। এবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি লাগু হয়ে যাবে। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। রবিবার বিকেল পাঁচটায় জিএসটির নতুন পরিকাঠামো নিয়ে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার মূলত জিএসটি সংশোধিত পরিকাঠামোর কথাই দেশবাসীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে গরিব ও মধ্যবিত্ত কতটা উপকৃত হবে তাও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে শুধুমাত্র ৫% এবং ১৮% জিএসটি থাকবে। এর ফলে বহু জিনিসের দাম কমে যাবে। জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মোদী জানান, দেশকে আত্মনির্ভর করতে সোমবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হতে চলেছে। তাঁর কথায়, আগামীকাল থেকে দেশবাসীর সাশ্রয়ী উৎসব শুরু হবে। এর ফলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনেক পণ্য সস্তা হয়ে যাবে।

প্রধানমন্ত্রী জানান, বেশ কিছু খাদ্য পণ্য ওষুধ, সাবান, জীবন বীমা, সাস্থ্য বীমার দাম কমবে। এছাড়াও স্কুটি, বাইক, গাড়িও সস্তা হচ্ছে সংশোধিত জিএসটি কাঠামোতে। মোদী বলেন, অনেকগুলি পন্য সম্পূর্ণ করমুক্ত হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে কর কমিয়ে ৫% করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সময়ের দাবি মেনে সব পক্ষের মতামত শুনে নতুন প্রজন্মের জন্য নতুন জিএসটি উপহার দেওয়া হচ্ছে নবরাত্রিতে।

পাশাপাশি আরো একবার আত্মনির্ভরতার পাঠও দেন তিনি। স্বদেশী পণ্য ব্যবহার বৃদ্ধি করার জন্য আহ্বান জানান তিনি। মোদী বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে যেমন স্বদেশী মন্ত্র শক্তি পেয়েছে, তেমন দেশের উন্নতিতেও স্বদেশী মন্ত্র শক্তি জোগাবে। বিদেশি পণ্যের ফাঁদ থেকে আমাদের মুক্ত হতে হবে। রবিবার এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *