Election Commission, Hearing, ১২ লক্ষ ভোটারের বাবার বয়স ১৫ বছরেরও কম, ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ, তথ্য যাচাই করতে শুনানিতে ডাকবে নির্বাচন কমিশন

আমাদের ভারত, ১২ ডিসেম্বর: ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবাদের নামে গলদ। ১৫ বছরের কম বয়সে বাবা হয়েছে ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন।

মূলত এই ভোটারদের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বিএলও’রা বাড়ি বাড়ি যাবেন। তারপর কোনো সন্দেহ থাকলে শুনানির জন্য ডাকা হবে। রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। কারণ দেখা যাচ্ছে, ২০০২ সালে বাবার এক নাম ছিল, ২০২৫ সালে এনরোলমেন্টে আরএক নাম। দেখা যাচ্ছে, সাড়ে ১৩ লক্ষ ভোটারের ক্ষেত্রে একই ব্যক্তির নাম রয়েছে। সে ব্যক্তির নাম কোথাও বাবার নাম রয়েছে, কোথাও মায়ের নামে রয়েছে। অর্থাৎ একজনের নাম কোথাও বাবা হিসেবে কোথাও মা হিসেবে আছে। বলা হচ্ছে ডেটার ত্রুটি রয়েছে। আবার এমনও রয়েছে, এক ব্যক্তির ৬ সন্তান। এই রকম ভোটার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার ১৩১জন। ঠাকুরদার বয়স ৪০- এর কম। এই রকম ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জন ভোটারকে খুঁজে পাওয়া গেছে।

কোথাও কোনো ন্যূনতম সংশয় থাকলে তা যাচাই করা হবে, এটা বারবারই বলা হয়েছিল। আগে দেখা গিয়েছিল, সাত দফায় এটি যাচাই পদ্ধতির কথা বলেছিল নির্বাচন কমিশন। তারপরে আবারো এই এসআইআর প্রক্রিয়া শেষে যে খসড়া তালিকা বের হবে তার আগেই এই যাচাইয়ের কথা জানলো কমিশন।

আবার দেখা যাচ্ছে, বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৫ বছর কিংবা তারও কম, যা নিয়ে সংশয় তৈরি করেছে। সেই জায়গা থেকেই ভোটারদের তথ্য যাচাই করে দেখতে চাইছে কমিশন। এভাবেই যাচাইয়ের পদ্ধতিটাকে নিশ্চিদ্র করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *