লটারি কেটে রাতারাতি ভাগ্য বদল, এখন কোটিপতি বনগাঁর দিনমজুর

সুশান্ত ঘোষ, বনগাঁ, ৮ জানুয়ারি: চারজনের সংসার সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল গৃহকর্তার। তা সত্ত্বেও সংসার চালিয়ে মেয়েদের লেখাপড়ার খরচ যুগিয়ে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন গোপালনগরের প্রদীপ সাহা। সেই লটারিই রাতারাতি ঘুরিয়ে দিল সাহা পরিবারের ভাগ্যের চাকা।

উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা প্রদীপ সাহা পেশায় দিনমজুর। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতেন তিনি। তা সত্ত্বেও নিয়মিত লটারির টিকিট কিনতেন। ভাবতেন, যদি কিছু মেলে। তা নিয়ে প্রতিদিনই স্ত্রীর সঙ্গে অশান্তি হত। তাই মাঝে দীর্ঘদিন লটারি কাটা বন্ধ করে দেন প্রদীপবাবু। বৃহস্পতিবার আচমকা বাড়িতে না জানিয়েই লটারির টিকিট কেটে ফেলেন তিনি। তবে স্বপ্নেও ভাবেননি যে ওই টিকিটই পালটে দেবে তাঁর জীবন।

বেলার দিকে প্রদীপ জানতে পারেন, প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন তিনি। স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ওই দিনমজুর। খুশির জোয়ারে ভাসছেন পরিবারের সদস্যরা। এতটাকা কীভাবে ব্যবহার করবেন প্রদীপ? তিনি বলেন, “এত দিন অনেক কষ্ট করেছি। কোনওদিন ভাবিনি এরকম কিছু হতে পারে। এবার মেয়ে দুটোকে উচ্চশিক্ষিত করব। বাকি কিছু এখনও ভাবিনি।” প্রদীপবাবুর ভাইয়ের কথায়, “অনেক কষ্ট করেছে দাদা। এরকম দিন আসবে আশাই করিনি। আমরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *