রাজেন রায়, কলকাতা, ২০ ডিসেম্বর: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শেষ হয়েছে কলকাতা পুরভোট। মোট ৪,৯৫৬বটি বুথে ইভিএমে বোতাম টিপে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৩.৬৩ শতাংশ কলকাতাবাসী। মঙ্গলবার ২১ ডিসেম্বর সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে ভোটের গণনা। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে সম্পূর্ণ নজরদারি।
মোট ১৬টি বরোর জন্য তেরোটি আলাদা আলাদা গণনাকেন্দ্র করা হয়েছে। বরো ১ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিটি রোড, বরো ২ রামানুজম ভবন, রবীন্দ্রভারতী, বরো ৩, ৪, ৫, ৬ নেতাজী ইন্ডোর স্টেডিয়াম, বরো ৭ গীতাঞ্জলি স্টেডিয়াম, বরো ৮ পশ্চিমবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ কলেজ, বরো ৯ আলিপুর শরীরশিক্ষা মহিলা কলেজ, বরো ১০ যোধপুর পার্ক বয়েজ স্কুল, বরো ১১ যোধপুর পার্ক গার্লস স্কুল, বরো ১২ গীতাঞ্জলি স্টেডিয়াম, বরো ১৩ বড়িশা হাইস্কুল, বরো ১৪ ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ,
বরো ১৫ হেস্টিংস সিস্টার নিবেদিতা গার্লস কলেজ, বরো ১৬ জোকা ব্রতচারী বিদ্যাশ্রম।
গণনাকেন্দ্রের ভিতর করোনার জন্য বাড়তি সতর্কতা জারি রয়েছে। শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিরই এখানে প্রবেশের অনুমতি মিলবে। প্রতিটি গণনা টেবিলের সামনে সব রাজনৈতিক দল মিলিয়ে মোট ৬ জন নির্বাচনী এজেন্ট বসতে পারবেন। আপাতত গণনাকেন্দ্রগুলির প্রস্তুতিও শেষ হয়েছে। আগামী ৫ বছরের উন্নততর পৌর পরিষেবা পাওয়ার লক্ষ্যে কার ওপর ভরসা করলেন শহরবাসী, তা জানা এখন শুধু সময়ের অপেক্ষা।