নীল বনিক, আমাদের ভারত, ৩ জানুয়ারি: রাজ্যের কৃষকদের তালিকা না পাঠানোয় কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হলেন রাজ্যের গরিব কৃষকরা। বৃহস্পতিবার এই অভিযোগ করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক সুব্রত চ্যাটার্জি।
তিনি ট্যুইট করে বলেন, কৃষকদের আর্থিক সহায়তায় কেন্দ্র তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেছে। বিগত লোকসভা ভোটে মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, গরিব কৃষকদের ব্যাঙ্ক আ্যকাউন্টে সরাসরি ৬০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। সারা দেশের কৃষকরা এইটাকা পেয়েছেন বলে দাবি করেন সুব্রত চ্যাটার্জি। তিনি বলেন ১২০০০কোটি টাকা ইতিমধ্যেই কৃষকদের কল্যানে সরাসরি খরচ করেছে কেন্দ্র। রাজ্য সরকারকে আক্রমন করে বিজেপির সংগঠন সম্পাদক বলেন পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা কেন্দ্রের কাছে কৃষকদের তালিকা পাঠায়নি। যারফলে এরাজ্যের প্রায় ৭০ লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে বলে জানান তিনি। বার্ষিক ৬০০০ টাকা পাওয়া থেকে রাজ্যের কৃষকদের রাজ্য সরকার বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন সুব্রত চ্যাটার্জি।