আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ অক্টোবর: দীর্ঘ প্রায় ২২ বছর পর ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি হাওয়া পরিবারে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা রেলবাজার এলাকায়। ফিরে আসা ছেলের নাম প্রদীপ হালদার, বয়স (৩৮)।
পরিবারের তরফ থেকে জানা যায়, প্রদীপ ছোটো থেকে মানসিক ভারসাম্যহীন থাকার জন্য প্রায় ২২ বছর আগে চিকিৎসার জন্য জঙ্গিপুর নিয়ে যায় প্রদীপের মা ও প্রদীপের জামাইবাবু। সেই সময় ১৯৯৮ সালে জঙ্গিপুরে ভারী বৃষ্টির ফলে বন্যার হয়। সেখান থেকে প্রদীপ হারিয়ে যায়। তখন প্রদীপের বয়স ছিল প্রায় ১৪ বছর। তারপর অনেকে খুঁজাখুঁজির করার পর কোনও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের অভিযোগ করা হয়েছিল থানায়। দেখতে দেখতে প্রায় ২২ বছর কেটে যায় ছেলে প্রদীপ হালদারের কোনও সন্ধান পাওয়া যায়নি। হটাৎ আজ সকালে মা দেখে তার হারিয়ে যাওয়া ছেলে প্রদীপ হালদার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রায় ২২ বছর পর মা তার ছেলেকে ফিরে পেল মুম্বাইয়ের এক এনজিও সংস্থার মাধ্যমে।
মুম্বাইয়ের ওই এনজিও সংস্থা জানায়, কয়েক মাস আগে দিল্লি থেকে প্রদীপ হালদারকে উদ্ধার করা হয়। তারপর প্রদীপকে চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে আসা হয়। বেশ কিছুদিন চিকিৎসা করার পর প্রদীপ তার নাম ও বাড়ির ঠিকানা বলতে পারে। সেই ঠিকানা শুনে প্রদীপকে তার বাড়িতে পরিবারের হাতে তুলে দেয়। এতো বছর পর প্রদীপকে ঘরে ফিরে পেয়ে খুশি পরিবার ও স্থানীয় বাসিন্দারা।