সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ নভেম্বর: তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্বে কালোছায়া বাঁকুড়ার শিল্পাঞ্চল মেজিয়ায়। দুই গোষ্ঠীর পৃথক পৃথক বিক্ষোভে জেরবার ইস্পাত কারখানা কর্তৃপক্ষ বড় রকম লোকসানের আশঙ্কা করছেন। কারখানার গেটের সামনে কখনো তৃণমূলের শ্রমিক সংগঠন আইনটিটিউসি বিক্ষোভ দেখাচ্ছে তো পরদিনই দলের মাদার সংগঠনের বিক্ষোভ হচ্ছে। দুই পক্ষেরই দাবি, স্থানীয় শ্রমিক নিয়োগ ও দূষণ নিয়ন্ত্রণে বেনিয়ম করছে কারখানা কর্তৃপক্ষ।
গতকাল অর্থাৎ শুক্রবার বাঁকুড়া জেলা আইনটিটিউসির সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন দাবিতে কারখানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। তার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয়দের নিয়োগ ও দূষণ রোধের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। আর এতেই প্রমাদ গুনছে কারখানা কর্তৃপক্ষ। যদিও মেজিয়া শিল্পাঞ্চলে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নতুন নয় বলে মত প্রকাশ করেছেন স্হানীয় মানুষ।
এ প্রসঙ্গে রথীন ব্যানার্জি বলেন, কারখানা কর্তৃপক্ষ বেনিয়ম করছে। সমস্ত শ্রমিককে পে-শ্লিপ দেওয়ার কথা, কিন্তু তা দেওয়া হচ্ছে না। আগামী ১ ডিসেম্বর থেকে প্রত্যেক শ্রমিকের হাতে পে-শ্লিপ দিতে হবে। অনেক শ্রমিকের ইএসআই, পিএফ জমা পড়ছে না। এটা শ্রম আইন বিরোধী। সেই বিষয়গুলি নিয়েই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। এটা শ্রমিক সংগঠনের দায়িত্ব। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে কোনো সদুত্তর দেয়নি।বিষয়টি রাজ্য সংগঠনকে জানাব।
অপরদিকে আজ রথীন বাবুর পাল্টা হিসেবে তৃণমূলের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে কারখানা চত্বর।
বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ করেছেন। এতে স্থানীয় বেকার যুবকরা বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি দূষণে জেরবার এলাকার মানুষ। কর্তৃপক্ষ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মত ইএসপি মেশিন না বসিয়ে দূষণ ছড়াচ্ছে। এতে কোম্পানি কোটি কোটি টাকা মুনাফা করে এলাকার বাতাসে মারণ বিষ ছড়িয়ে দিচ্ছে। স্থানীয়দের নিয়োগ ও দূষণ রোধে ডেপুটেশন দিয়েছি বলে বক্তব্য বিক্ষোভকারীদের।
কারখানার এক আধিকারিক লক্ষ্মীকান্ত ঘোষ বলেন, রোজ রোজ যাদি এভাবে চলতে থাকে তাহলে আমরা ভীষণ রকম ক্ষতির মুখে পড়বো। এই দুদিনে বহু ক্লায়েন্ট ফিরে গেছে। তাতে আমাদের ২ /৩ কোটি টাকার বরাত নষ্ট হয়েছে।
বিজেপির মেজিয়া মন্ডল সভাপতি বিপদতারণ বাউরি জানান, সব কাটমানি আর মাসোহারার ব্যাপার। এখানে শিল্প বান্ধব পরিবেশটাই নষ্ট করে দিয়েছে তারা।
গোষ্ঠী কোন্দলের
অভিযোগ উড়িয়ে দিয়ে মেজিয়া ব্লক তৃণমূল সভাপতি জন্মেজয় বাউড়ি বলেন, আমি চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে চেন্নাইয়ে আছি। তবে শুনেছি আজ কিছু স্থানীয় ছেলে কাজের দাবি ও দূষণ রোধে ডেপুটেশন দিয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে তাদের পাওনা গন্ডা বিষয়ে অন্যদিন ডেপুটেশন দিয়েছে শ্রমিক সংগঠন, এতে গোষ্ঠী কোন্দল কোথায়? আমাদের মধ্যে কোনো বিভাজন নেই।