খড়্গপুর আইআইটির অধ্যাপকের সহযোগিতায় দুঃস্থদের পুজোর পোশাক দিল ফেসবুক গ্রুপ

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ অক্টোবর: করোনা সঙ্কটকালে আবার দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল সমাজ মাধ্যম গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব”। করোনা আবহে শারদোৎবের প্রাক্কালে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া কিছু শিশুর মুখে হাসি ফোটাতে খড়্গপুর
আইআইটির অধ্যাপক ড: ভানুভূষণ খাটুয়ার সহযোগিতায় এবং সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক এই ফেসবুক গ্রুপের ব্যবস্থাপনায় গোপীবল্লভপুর ২ নং ব্লকের হাতিডাঙ্গা গ্রামে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় ২০ জন শিশু ও বয়স্ক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

এই কর্মসূচিতে অধ্যাপক ড: খাটুয়া ছাড়াও গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, স্বরূপ কামিল্যা, তরুণ নন্দ, পঙ্কজ সুর, কিশোর রক্ষিত, অতনু সিনহা, প্রাণকৃষ্ণ সিনহা গুনধর বধূক, প্রদীপ জানা, সৌমেন পাল, চিন্ময় সেনাপতি, দীপকুমার সেনাপতি, সুমন জানা, রথিকান্ত মাইতি, কৌশিক রক্ষিত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *